বিজনেস আওয়ার ডেস্ক: রংপুরের হারাগাছে এক বৃদ্ধার কবর থেকে শফিকুল ইসলাম (২৫) নামে জীবিত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক কবরের মধ্যে বৃদ্ধার মরদেহ কোলে নিয়ে বসে ছিলেন।
শুক্রবার (৩ মার্চ) সকালে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার (১ মার্চ) ধুমেরকুঠি চাঁদমিয়াপাড়ার মৃত আছিমুল্লাহর স্ত্রী সবিরন নেছা বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বৃহস্পতিবার দুপুরে জানাজার পর জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তার কবর জিয়ার করতে কবরস্থানে গিয়ে দেখেন, কবরের এক কোণে মাটি খোঁড়া। ভেতর থেকে মানুষের গোঙানী শব্দ শুনতে পেয়ে ভয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে অন্যদের নিয়ে আবার কবরস্থানে যায়। কবরের ভেতরে মরদেহ কোলে নিয়ে ওই যুবক বসে কাঁদছিলেন। পরে পুলিশে খবর দিলে ওই যুবককে কবর থেকে উঠিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় শুক্রবার দুপুরে মৃত ছবিরনের ছেলে আজহারুল ইসলাম (৫৫) বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে আজহারুল বলেন, শুক্রবার সকালে আমার স্ত্রী, বোন এবং মেয়ে আমার মায়ের কবর দেখতে যায়। গিয়ে মাটি সরানো এবং ভেতর থেকে গোঙানীর শব্দ শুনে আমাকে জানায়। আমিসহ অন্যরা কবরের কাছে গিয়ে বাঁশের চাটাই সরিয়ে দেখি, ভেতরে একজন বসে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। গ্রাম পুলিশ আলতাফকে ফোন দিই। তিনিও এসে দেখেন। ভেতরে বসে থাকা যুবককে তিনি চিনতে পারেন। এরপর পুলিশকে খবর দেয় আলতাফ।
ইউপি সদস্য সফিকুল ইসলাম ও স্থানীয়রা বলেন, আটক ওই যুবক মাদকাসক্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ। এর আগেও নেশার টাকা না পেয়ে নানা বিশৃঙ্খলা করেছে এবং কয়েকবার এ নিয়ে সালিসও হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটক যুবক মানসিক রোগী। তবে এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনাধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/৪ মার্চ, ২০২৩/এএইচএ