বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে প্রিয়াংকা মার্কেটের পাশের একটি তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের আংশিক ধসে পড়েছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
নিউ মার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ভাবে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে আমরা আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
বিজনেস আওয়ার/৫ মার্চ, ২০২৩/এএইচএ