ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মমতাকে উৎখাত না করে চুল রাখব না, কংগ্রেস নেতার প্রতিজ্ঞা

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • 46

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শনিবার (৪ মার্চ) পুলিশের হাতে গ্রেফতার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

তবে গ্রেফতারের দিনই আবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। আদালত থেকে বেরিয়েই কৌস্তভের হুঙ্কার— ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব।’‘মমতা ব্যানার্জিকে উৎখাত না করে চুল রাখবেন না’ বলে শপথ করেছেন কংগ্রেসের এ নেতা।

মাথা মুণ্ডনের পর তিনি আরও বলেন, যদি মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।

হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশে।

যদিও কংগ্রেসের অভিযোগ— ‘বিনাকারণে’ বড়তলা থানার পুলিশ তাদের আইনজীবী-নেতাকে গ্রেফতার করে। কৌস্তভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বামপন্থি আইনজীবীরা তার পাশে দাঁড়ান। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তভের গ্রেফতারির কড়া নিন্দা করে।

পুলিশের বক্তব্য— কৌস্তভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে। শনিবার সেই মামলা উঠে ব্যাঙ্কশাল কোর্টে।

শনিবার ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তার জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ অন্য আইনজীবী।

সরকারি আইনজীবী আদালতে জানান, কৌস্তুভের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জন্য দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কৌস্তভের আইনজীবীরা প্রশ্ন তোলেন— সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না কেন?

দুই পক্ষের শুনানির পর এক হাজার টাকা বন্ডে কংগ্রেস নেতা কৌস্তভের জামিন গৃহীত হয়।

বিজনেস আওয়ার/৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মমতাকে উৎখাত না করে চুল রাখব না, কংগ্রেস নেতার প্রতিজ্ঞা

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শনিবার (৪ মার্চ) পুলিশের হাতে গ্রেফতার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

তবে গ্রেফতারের দিনই আবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। আদালত থেকে বেরিয়েই কৌস্তভের হুঙ্কার— ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব।’‘মমতা ব্যানার্জিকে উৎখাত না করে চুল রাখবেন না’ বলে শপথ করেছেন কংগ্রেসের এ নেতা।

মাথা মুণ্ডনের পর তিনি আরও বলেন, যদি মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।

হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশে।

যদিও কংগ্রেসের অভিযোগ— ‘বিনাকারণে’ বড়তলা থানার পুলিশ তাদের আইনজীবী-নেতাকে গ্রেফতার করে। কৌস্তভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বামপন্থি আইনজীবীরা তার পাশে দাঁড়ান। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তভের গ্রেফতারির কড়া নিন্দা করে।

পুলিশের বক্তব্য— কৌস্তভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে। শনিবার সেই মামলা উঠে ব্যাঙ্কশাল কোর্টে।

শনিবার ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তার জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ অন্য আইনজীবী।

সরকারি আইনজীবী আদালতে জানান, কৌস্তুভের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জন্য দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কৌস্তভের আইনজীবীরা প্রশ্ন তোলেন— সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না কেন?

দুই পক্ষের শুনানির পর এক হাজার টাকা বন্ডে কংগ্রেস নেতা কৌস্তভের জামিন গৃহীত হয়।

বিজনেস আওয়ার/৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: