ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফের অনিশ্চয়তার মুখে আইপিএল!

  • পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • 76

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আইপিএলের এবারের আসর ভারত থেকে সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, আমিরাত ও শারজাহ স্টেডিয়াম এবং ক্রিকেটারদের হোটেলে বায়ো-সিকিউর বাবল তৈরি করা হয়েছে। কিন্তু বিধিবাম! সেই বাবল ভেদ করে করোনা প্রবেশ করে বসেছে আইপিএল শিবিরে!

বায়ো-সিকিউর বাবলের মধ্যেও করোনার হানা ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ খবর হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা পজিটিভ হয়। দলটি অনুশীলনের সূচি পিছিয়ে দিয়ে হোটেল বন্দী হয়ে থাকার সময় বাড়িয়েছে। করোনা আতঙ্কে সুরেশ রায়না দুবাই থেকে ভারতে ফিরে গেছেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার লাসিথ মালিঙ্গাও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে। স্পিনার হরভাজন সিং এখনো দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেননি। বারদুয়েক তিনি ফ্লাইট বাতিল করে তার যাত্রা পিছিয়েছেন। ভাজ্জির নিকটজন জানিয়েছেন- আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন ভাজ্জি।

চেন্নাই সুপার কিংসে করোনার হানা দেখে দলের অজি পেসার জস হ্যাজেলউড দুবাই আসবেন কিনা- তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। হ্যাজেলউডের মতো একই দুঃশ্চিন্তায় রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনও।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল’র এবারের আসর বসার কথা। যদিও এখন পর্যন্ত বিসিসিআই এই টুর্নামেন্টের খেলার সূচি চূড়ান্ত করতে পারেনি। মাঠের খেলা শুরুর আগেই পুরো টুর্নামেন্টেরই যে এখন দুঃশ্চিন্তার ছাপ!

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের অনিশ্চয়তার মুখে আইপিএল!

পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আইপিএলের এবারের আসর ভারত থেকে সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, আমিরাত ও শারজাহ স্টেডিয়াম এবং ক্রিকেটারদের হোটেলে বায়ো-সিকিউর বাবল তৈরি করা হয়েছে। কিন্তু বিধিবাম! সেই বাবল ভেদ করে করোনা প্রবেশ করে বসেছে আইপিএল শিবিরে!

বায়ো-সিকিউর বাবলের মধ্যেও করোনার হানা ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ খবর হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা পজিটিভ হয়। দলটি অনুশীলনের সূচি পিছিয়ে দিয়ে হোটেল বন্দী হয়ে থাকার সময় বাড়িয়েছে। করোনা আতঙ্কে সুরেশ রায়না দুবাই থেকে ভারতে ফিরে গেছেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার লাসিথ মালিঙ্গাও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে। স্পিনার হরভাজন সিং এখনো দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেননি। বারদুয়েক তিনি ফ্লাইট বাতিল করে তার যাত্রা পিছিয়েছেন। ভাজ্জির নিকটজন জানিয়েছেন- আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন ভাজ্জি।

চেন্নাই সুপার কিংসে করোনার হানা দেখে দলের অজি পেসার জস হ্যাজেলউড দুবাই আসবেন কিনা- তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। হ্যাজেলউডের মতো একই দুঃশ্চিন্তায় রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনও।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল’র এবারের আসর বসার কথা। যদিও এখন পর্যন্ত বিসিসিআই এই টুর্নামেন্টের খেলার সূচি চূড়ান্ত করতে পারেনি। মাঠের খেলা শুরুর আগেই পুরো টুর্নামেন্টেরই যে এখন দুঃশ্চিন্তার ছাপ!

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: