বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এস এস স্টিলের আয় কমেছে ৯৮ শতাংশ। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২২ সাল) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশে এমন তথ্য বেরিয়ে আসে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এস এস স্টিল শেয়ার সংখ্যা ৩২ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২০০টি। কোম্পানিটির দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) আয় পরিমান দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৬৬৪ টাকা। ২য় প্রান্তিকে বা ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) আয় পরিমান দাঁড়ায় ৩২ লাখ ৮৬ হাজার ৩৩২ টাকা। এদিক কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক বা শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) আয় কমেছে ৯৬ দশমিক ৬৬ শতাংশ। আর দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) আয় কমেছে ৯৮ দশমিক ৫৪ শতাংশ।
চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক শূন্য ২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় হয়েছিল ১ দশমিক ৩৭ টাকা। এ হিসাবে আয় কমেছে ১ দশমিক ৩৫ টাকা বা ৯৮ দশমিক ৫৪ শতাংশ। এই কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক শূন্য ২৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল দশমিক ৬৯ টাকা। এ হিসাবে আয় কমেছে দশমিক ৬৬৭ টাকা বা ৯৬ দশমিক ৬৬ শতাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক শূন্য ৯ টাকায়।
বিজনেস আওয়ার/৬ মার্চ, ২০২৩/এমএজেড