মোহাম্মদ আনিসুজ্জামান : মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের কাঙ্খিত সাড়া পায়নি। এই কারনে কোম্পানিটির আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। কিন্তু আইপিও বাতিল হয়নি।
মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহে গত ১৬ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। আবেদন চলে ২৩ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে ১৫ হাজার ৩৩৮টি দেশি-বিদেশি বিনিয়োগকারীর আবেদন জমা পড়ে। তারা (বিনিয়োগকারী) ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০ শেয়ার কিনতে আবেদন করেছেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।
হতাশার শেয়ারবাজারে ঋণখেলাপি উদ্যোক্তার আইপিও
মিডল্যান্ডের কর্মচারীদেরই ব্যাংকটির শেয়ারে আগ্রহ নেই : ইস্যু করতে চায় বিনিয়োগকারীদের কাছে
পারিবারিক নিয়ন্ত্রিত ন্যাশনাল ব্যাংক ডুবছে, আসছে মিডল্যান্ড
মিডল্যান্ডের আইপিও শুরু কাল, পছন্দদের নেই সাড়া
আইপিও বাতিল প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন কম হয়েছে। চাহিদার ২৬ ভাগ কম। এটা ৩৫ ভাগের বেশি হলে সমস্যা ছিল। সুতরাং বলা যায়, কোম্পানিটির আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়েছে। কিন্তু আইপিও বাতিল হয়নি। তাই নিয়ম অনুসারে, শেয়ার আন্ডার রাইটার কিনে নেবে।
নিয়ম মতে, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। সেই হিসেবে মিডল্যান্ড ব্যাংকটির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার শেয়ার কিনতে হবে।
বিজনেস আওয়ার/৬ মার্চ, ২০২৩/এমএজেড