ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে সাচ্চু সাংবাদিকের জমি জোর পূর্বক দখলের চেষ্টা

  • পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুর পৈত্রিক জমি জোর পূর্বক দখলের লক্ষে হামলা চালানোর অভিযোগ উঠেছে মতলেব মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এসময় জমি ঘেরা থাকা বাশের খুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভেঙ্গে উচ্ছেদ করেছে অভিযুক্তরা।

রোববার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ২ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত ছিপার উদ্দিন মোল্লার ছেলে মো. মতলেব মোল্লা ও তার স্ত্রী মোছা. সামসুন্নাহার ।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু জানান- ডাংমড়কা মৌজায় আরএস ২৮২/১ খতিয়ানে, আরএস ২৪০ দাগে, ২৮ শতক জমি আমার বাবা মৃত ইনছান আলী রেকর্ড মূলে মালিক এবং আমি পৈত্রিক সূত্রে ওয়ারিশ মূলে মালিক। পরবর্তীতে আমি উক্ত জমি নাম পত্তন করিয়া খাজনা পত্র পরিশোধ করিয়া ১৪ শতক জমি অন্যত্রে বিক্রয় করি এবং বাকি ১৪ শতক জমি বাঁশ খুটি দিয়া প্লাষ্টিকের নেটের বেড়া দিয়া ঘিরে নিজ দখলে রাখিয়াছি। এমতাবস্থায় আমার জমির আশে-পাশে বিবাদীদের কোন জমি না থাকা স্বত্ত্বেও ইং ০৫/০৩/২০২৩ তাং বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীদ্বয় অহেতুক ভাবে আমার জমির ভিতর তাহারা জমি পাবে দাবি করিয়া আমার জমির বাশের খুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভাঙ্গিয়া অনুমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার ক্ষতি সাধন করে।

পরবর্তীতে আমি বিবাদীদের আমার বেড়া ভাঙ্গার কারন জিজ্ঞাসাবাদ করিতে গেলে বিবাদীরা আমাকে অকথ্য অশালীন ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দিয়ে দেশিও অস্ত্র নিয়ে তেঁড়ে আসে।

এব্যাপারে জমি দখলের চেষ্টা কারী মতলেব মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন,গতকাল সন্ধ্যায় জমি দখলের চেষ্টাসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়ে সকালে সংশ্লিষ্ট বিট অফিসার তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলীমুজ্জামান তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/৬ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দৌলতপুরে সাচ্চু সাংবাদিকের জমি জোর পূর্বক দখলের চেষ্টা

পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুর পৈত্রিক জমি জোর পূর্বক দখলের লক্ষে হামলা চালানোর অভিযোগ উঠেছে মতলেব মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এসময় জমি ঘেরা থাকা বাশের খুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভেঙ্গে উচ্ছেদ করেছে অভিযুক্তরা।

রোববার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ২ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত ছিপার উদ্দিন মোল্লার ছেলে মো. মতলেব মোল্লা ও তার স্ত্রী মোছা. সামসুন্নাহার ।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু জানান- ডাংমড়কা মৌজায় আরএস ২৮২/১ খতিয়ানে, আরএস ২৪০ দাগে, ২৮ শতক জমি আমার বাবা মৃত ইনছান আলী রেকর্ড মূলে মালিক এবং আমি পৈত্রিক সূত্রে ওয়ারিশ মূলে মালিক। পরবর্তীতে আমি উক্ত জমি নাম পত্তন করিয়া খাজনা পত্র পরিশোধ করিয়া ১৪ শতক জমি অন্যত্রে বিক্রয় করি এবং বাকি ১৪ শতক জমি বাঁশ খুটি দিয়া প্লাষ্টিকের নেটের বেড়া দিয়া ঘিরে নিজ দখলে রাখিয়াছি। এমতাবস্থায় আমার জমির আশে-পাশে বিবাদীদের কোন জমি না থাকা স্বত্ত্বেও ইং ০৫/০৩/২০২৩ তাং বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীদ্বয় অহেতুক ভাবে আমার জমির ভিতর তাহারা জমি পাবে দাবি করিয়া আমার জমির বাশের খুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভাঙ্গিয়া অনুমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার ক্ষতি সাধন করে।

পরবর্তীতে আমি বিবাদীদের আমার বেড়া ভাঙ্গার কারন জিজ্ঞাসাবাদ করিতে গেলে বিবাদীরা আমাকে অকথ্য অশালীন ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দিয়ে দেশিও অস্ত্র নিয়ে তেঁড়ে আসে।

এব্যাপারে জমি দখলের চেষ্টা কারী মতলেব মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন,গতকাল সন্ধ্যায় জমি দখলের চেষ্টাসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়ে সকালে সংশ্লিষ্ট বিট অফিসার তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলীমুজ্জামান তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/৬ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: