বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের তিন স্পনসর পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে। এরা হলেন- মোহাম্মেদ গোলাম রসুল মুক্তাদির, মোহাম্মেদ গোলাম কিবরিয়া ও মোহাম্মেদ গোলাম মোর্রশেদ। তিনজনে মোট ৩ লাখ শেয়ার বিক্রি করেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
হাক্কানী পাল্পের স্পনসর পরিচালক মোহাম্মেদ গোলাম রসুল মুক্তাদির হাক্কানী পাল্পের এক লাখ শেয়ার বিক্রি করেছে। একই সাথে মোহাম্মেদ গোলাম কিবরিয়া এক লাখ এবং মোহাম্মেদ গোলাম মোর্রশেদ এক লাখ শেয়ার বিক্রি করেছে। যা চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির তিন স্পনসর পরিচালক মার্কেটে শেয়ার বিক্রি করে। এর আগে গত ২৩ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলো।
বিজনেস আওয়ার/৭ মার্চ, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: