বিজনেস আওয়ার প্রতিবেদক: গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১১ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছেন ১১৭ জন বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- মো. হাসান (৩২), ইয়াছিন (২৬), মুসা (৪৫) খলিল (৩৬) আজম (৩৬) উলি শিকদার (৫৫) আল আমিন (২৫) বাচ্চু মিয়া (৫৫) ও মোস্তফা (৫০)।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ১১ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসানের ১২ শতাংশ, ইয়াসিনের ৫০ শতাংশ, সুমার ৯৪ শতাংশ, খলিলের ৮ শতাংশ, আজমের ৮০ শতাংশ, উলি শিকদারের ২০ শতাংশ, আলআমিনের ১৫ শতাংশ, বাচ্চু মিয়ার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে মোস্তফার কিছুটা দগ্ধসহ অন্য ইনজুরি আছে। এদের চারজনের অবস্থা গুরুতর। ইয়াসিন ও হাসানকে আইসিইউতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বিজনেস আওয়ার/৭ মার্চ, ২০২৩/এএইচএ