আন্তর্জাতিক ডেস্ক: সোনা পাচারের অভিযোগে ভারতের এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। হাতের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে সোনা পাচারের সময় তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৪৮৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) কেরালার কোচি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শাফি নামের ওই ক্রু স্থানীয় ওয়ানাদা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুলহাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাতের মধ্যে স্টেকচপ পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।
কোচি বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা তার কাছ থেকে সোনাগুলো জব্দ করেছে।
তাকে জেরা করে এই পাচার কাজে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি
বিজনেস আওয়ার/৯ মার্চ, ২০২৩/এএইচএ