বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের মাসের ন্যায় আগস্টেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে৷ আগস্টে এ খাতের শেয়ারে ৩ হাজার ৯৭৬ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগস্ট মাসের মোট লেনদেনের ২১.৩৬ শতাংশ৷
জানা গেছে, বিদায়ী মাসে ডিএসইতে মোট ১৮ হাজার ৬১৭ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বীমা খাতে ১৩.৪৫ শতাংশ লেনদেন হয়েছে। আর ১০.৯২ শতাংশ লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে ব্যাংক খাত।
বিদায়ী মাসে অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৯.০৭ শতাংশ, বিবিধ খাতে ৭.৮১ শতাংশ, বস্ত্র খাতে ৭.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭.১৩ শতাংশ, খাদ্য খাতে ৪.৭৬ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৩.৪৩ শতাংশ, আর্থিক খাতে ৩.২৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৪৮ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২.১৯ শতাংশ, সিরামিক খাতে ১.০৫ শতাংশ, চামড়া খাতে ০.৮৮ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ০.৭৫ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৪৬ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৪৪ শতাংশ, পাট খাতে ০.৪৪ শতাংশ এবং বন্ড খাতে ০.০১ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২০/আরএ