ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুখের একপাশ বেঁকে গেছে ‘কুঁড়েঘর’ব্যান্ডের তাশরিফ খানের

  • পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • 45

বিনোদন ডেস্ক : ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন ‘কুঁড়েঘর’ব্যান্ডের তাশরিফ খান। বেঁকে গেছে তার মুখের একপাশ। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনো চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে পুরো বিষয়। যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’

তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।

চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

বিজনেস আওয়ার/ ৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুখের একপাশ বেঁকে গেছে ‘কুঁড়েঘর’ব্যান্ডের তাশরিফ খানের

পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন ‘কুঁড়েঘর’ব্যান্ডের তাশরিফ খান। বেঁকে গেছে তার মুখের একপাশ। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনো চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে পুরো বিষয়। যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’

তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।

চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

বিজনেস আওয়ার/ ৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: