ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলের পানির দুর্গন্ধ দূর করতে কাজ চলছে : চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা

  • পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক: হাতিরঝিলের পানি যেন আর নোংরা, দুর্গন্ধযুক্ত না হয় সেলক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

বৃহস্পতিবার (৯ মার্চ) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু মূল সমস্যা হচ্ছে হাতিরঝিলের পানি বাহিরের দিক থেকে ঢুকে। যদিও দাশেরকান্দি প্ল্যান্টের মাধ্যমে ঢাকা ওয়াসা কাজ করে যাচ্ছে। ফলে হাতিরঝিলে আগে যে নোংরা, দুর্গন্ধ, ময়লা এসব ছিল এগুলো এখন কমে আসছে। এগুলো আর বাড়তে দেওয়া হবে না। আমরা এটাকে আর বাড়তে দিব না। দর্শনার্থীসহ মানুষ যারা হাতিরঝিল ব্যবহার করেন তাদের যেন আর দুর্গন্ধে কষ্ট পেতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিব।

আনিছুর রহমান মিঞা আরও বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এটার স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং দুর্গন্ধহীন পরিবেশ রাখা সম্ভব হবে। সবার সচেতনতা ছাড়া এককভাবে দুর্গন্ধ মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ রাখা সম্ভব না। বিভিন্ন এলাকার সোসাইটিগুলো আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আশা করছি সবাই মিলে সচেতন থেকে এটার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে পারবো।

তিনি বলেন, ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখবো। সেই সময়ে উন্নত বাংলাদেশের উন্নত একটি রাজধানী আমাদের লাগবেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি, অতিথি, বিদেশিরা আমাদের দেশে যখন আসবে তখন তারা প্রথমেই এই রাজধানী ঢাকাকে দেখবে। ঢাকা শহর দেখেই তারা বুঝবে এই রাষ্ট্র কতটা সুন্দর। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

বিজনেস আওয়ার/৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাতিরঝিলের পানির দুর্গন্ধ দূর করতে কাজ চলছে : চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা

পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: হাতিরঝিলের পানি যেন আর নোংরা, দুর্গন্ধযুক্ত না হয় সেলক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

বৃহস্পতিবার (৯ মার্চ) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু মূল সমস্যা হচ্ছে হাতিরঝিলের পানি বাহিরের দিক থেকে ঢুকে। যদিও দাশেরকান্দি প্ল্যান্টের মাধ্যমে ঢাকা ওয়াসা কাজ করে যাচ্ছে। ফলে হাতিরঝিলে আগে যে নোংরা, দুর্গন্ধ, ময়লা এসব ছিল এগুলো এখন কমে আসছে। এগুলো আর বাড়তে দেওয়া হবে না। আমরা এটাকে আর বাড়তে দিব না। দর্শনার্থীসহ মানুষ যারা হাতিরঝিল ব্যবহার করেন তাদের যেন আর দুর্গন্ধে কষ্ট পেতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিব।

আনিছুর রহমান মিঞা আরও বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এটার স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং দুর্গন্ধহীন পরিবেশ রাখা সম্ভব হবে। সবার সচেতনতা ছাড়া এককভাবে দুর্গন্ধ মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ রাখা সম্ভব না। বিভিন্ন এলাকার সোসাইটিগুলো আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আশা করছি সবাই মিলে সচেতন থেকে এটার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে পারবো।

তিনি বলেন, ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখবো। সেই সময়ে উন্নত বাংলাদেশের উন্নত একটি রাজধানী আমাদের লাগবেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি, অতিথি, বিদেশিরা আমাদের দেশে যখন আসবে তখন তারা প্রথমেই এই রাজধানী ঢাকাকে দেখবে। ঢাকা শহর দেখেই তারা বুঝবে এই রাষ্ট্র কতটা সুন্দর। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

বিজনেস আওয়ার/৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: