বিজনেস আওয়ার প্রতিবেদক : আর.এন স্পিনিংয়ের নিরীক্ষা কাজ করা আতিক খালেদ চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্টটেন্টসের পার্টনারকে ৩ বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আর.এন. স্পিনিং মিলসের স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য ৪৫ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৮৯৯ টাকা, প্রজেক্ট বর্ধিতকরণের জন্য এমএল ডাইংকে ৫৩ কোটি ৮ লাখ ৭০ হাজার ৭৮৩ টাকা, চুং ওন এআরএস সোয়েটারকে ১৭ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৮০ টাকা, টোটাল স্পিনিং মিলসকে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ৯৮০ টাকা, মিসেস শিরিন ফারুককে ২০ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা এবং কিম জুন সুককে ৩৯ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা অর্থাৎ মোট ১৮৫ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৬০ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান না করে, নগদে প্রদান করে কমিশনস লেটার নং এসইসি/সিআই/আইপিও-১১০/০৯/১৯৯ ডেটেড অক্টোবর ০৫, ২০০৯ এর পার্ট বি এর কন্ডিশন নং ৬ এবং কমিশনস লেটার নং এসইসি/সিআই/আরআই-৭০/২০১১/৯৯৭ ডেটেড জানুয়ারি ০১, ২০১২ এর কন্ডিশন নং ১৩ লঙ্ঘন করেছে।
এই আইন লংঘনের বিষয়ে আরএন স্পিনিং লিমস এর নিরীক্ষক আতিক খালেদ চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস নিরীক্ষা হিসাবে উল্লেখ করেনি। এ কারনে কোম্পানিটির নিরীক্ষা কাজ করা আতিক খালেদ চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্টটেন্টসের পার্টনারকে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগামী ৩ বছর নিরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন…..
তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা
ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালককে জরিমানা
আল-আরাফাহ’র ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
প্রাণ এগ্রোর ২১০ কোটি টাকার বন্ড অনুমোদন
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২০/এস