ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৩শতাধিক ব্লাঙ্ক চেকসহ গাংনীর সুদ ব্যবসায়ী হানিফ ও আনারুল গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহরেপুরের গাংনীর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ী আবু হানিফ (৪০) ও আনারুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সুদ কারবারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ব্ল্যাঙ্ক চেক, সাদা স্ট্যাম্প ও ৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।

শনিবার (১১ মার্চ) রাত ৮টা থেকে এক ঘণ্টাব্যাপি গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব পুলিশের একটিদল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জিম্মা রেখে অবৈধভাবে সুদ ব্যবসার মাধ্যমে হাজারো মানুষকে পথে বসিয়েছে এসব সুদ ব্যবসায়ীরা। এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৪৪ টি সাদা (ব্লাঙ্ক) স্ট্যাম্প,৩শ ২০পিচ ব্লাঙ্ক চেক ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর উত্তরপাড়ার কিছু সুদ ব্যবসায়ী বিপদে পড়া মনুষকে লক্ষ করে প্রতারণার ফাঁদ পেতেছে। সে ফাঁদে আটকা গাংনীর অনেক নিরহ মানুষ।

এমন অভিযোগে অভিযান চালানো হয় সুদ ব্যবসায়ী আবু হানিফ ও আনারুল ইসলামের বাড়িতে। বিপদে পড়া মানুষগুলো তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায়। টাকা নেয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সই করে নেয়া হয়। টাকা দেয়ার পর থেকে সুদ ব্যবসায়ীদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজঅনার মামলা করে ফাঁসিয়েছে গ্রেফতার সুদ ব্যবসাযীরা।

এমন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৩শতাধিক ব্লাঙ্ক চেকসহ গাংনীর সুদ ব্যবসায়ী হানিফ ও আনারুল গ্রেফতার

পোস্ট হয়েছে : ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহরেপুরের গাংনীর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ী আবু হানিফ (৪০) ও আনারুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সুদ কারবারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ব্ল্যাঙ্ক চেক, সাদা স্ট্যাম্প ও ৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।

শনিবার (১১ মার্চ) রাত ৮টা থেকে এক ঘণ্টাব্যাপি গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব পুলিশের একটিদল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জিম্মা রেখে অবৈধভাবে সুদ ব্যবসার মাধ্যমে হাজারো মানুষকে পথে বসিয়েছে এসব সুদ ব্যবসায়ীরা। এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৪৪ টি সাদা (ব্লাঙ্ক) স্ট্যাম্প,৩শ ২০পিচ ব্লাঙ্ক চেক ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর উত্তরপাড়ার কিছু সুদ ব্যবসায়ী বিপদে পড়া মনুষকে লক্ষ করে প্রতারণার ফাঁদ পেতেছে। সে ফাঁদে আটকা গাংনীর অনেক নিরহ মানুষ।

এমন অভিযোগে অভিযান চালানো হয় সুদ ব্যবসায়ী আবু হানিফ ও আনারুল ইসলামের বাড়িতে। বিপদে পড়া মানুষগুলো তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায়। টাকা নেয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সই করে নেয়া হয়। টাকা দেয়ার পর থেকে সুদ ব্যবসায়ীদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজঅনার মামলা করে ফাঁসিয়েছে গ্রেফতার সুদ ব্যবসাযীরা।

এমন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: