বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালো মুনাফা দেখিয়ে উচ্চ প্রিমিয়ামে শেয়ার ইস্যু করে আমান কটন ফাইব্রাস। সেই কোম্পানি এখন উদ্যোক্তা/পরিচালকদের ব্যক্তি স্বার্থ উদ্ধারে নিয়মিত তলানির দিকে যাচ্ছে। যে কারনে কোম্পানির আয় বাড়লেও এখন মুনাফা কমে।
দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের ৬ মাসে (জুলাই ২২-ডিসেম্বর ২২) আমান কটনের ১২৩ কোটি ৭৭ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৭৭ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে বিক্রি বেড়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকার বা ৫৯ শতাংশ।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/03/Screenshot_1.gif)
তারপরেও কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ৬ মাসে নিট মুনাফা কমেছে ২ কোটি ৬২ লাখ টাকার বা ৪৭ শতাংশ। এ কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ৬ মাসে বিক্রি মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.২৯ টাকায়। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৫ কোটি ৫৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৫৫ টাকা।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/03/Screenshot_2.gif)
ব্যবসায় এই পতনের কারন হিসেবে কাচাঁমালের দাম ৩১% বেড়েছে বলে উল্লেখ করেছে আমান কটন কর্তৃপক্ষ। এছাড়া বেতন ও মজুরি বৃদ্ধি ২৬% ও গ্যাসের দাম বৃদ্ধি ১৭% কারন হিসেবে রয়েছে। অন্যদিকে পণ্যের দাম ৯% কমেছে বলে জানিয়েছে। যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কিন্তু ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজার থেকে উচ্চ দরে শেয়ার ইস্যু করা আমান কটন এখন অনেক পিছিয়ে। কোম্পানিটির তালিকাভুক্তির কয়েক বছরের ব্যবধানে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব শেয়ারপ্রতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসের ২.৪৪ টাকার মুনাফা এখন ৬ মাসে ০.২৯ টাকা।
আরও পড়ুন……
দূর্ণীতির আমান ফিডে ১৩২ কোটি টাকার বিক্রি বাড়লেও মুনাফায় ধ্বস
আমান কটনের প্রত্যেক পরিচালককে ৩ কোটি ও নিরীক্ষককে ১০ লাখ টাকা জরিমানা
ঋণ পরিশোধে শেয়ারবাজারে এসে সহযোগিতে ৫৩.৫০ কোটি টাকা প্রদান
কোম্পানিটি ২০১৮ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস ৪০ টাকা নির্ধারন হয়। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ৩০ টাকা। তবে সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩৬ টাকা করে শেয়ার ইস্যু করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। যা কাট-অফ প্রাইস মূল্য বিবেচনায় ২.৫০ শতাংশ।
বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/আরএ