ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানের চেয়ে পতন ৮ গুন বেশি

  • পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • 35

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৮ গুন বেশি হয়েছে। সূচক ও কোম্পানিগুলোর শেয়ার দর পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারী রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। সেই বলার প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন (রবিবার ও সোমবার) ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু পরের দিনগুলোতে সেই পুরানো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৮ দশমিক ৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ১৩৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ ২২ কোটি ৭২ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২১ কোটি ১৩ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪৫ লাখ টাকা, বিডি কম ১৮ কোটি ৪৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৭৬ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ৪৭ লাখ টাকা, এডিএন টেলিকম ১৪ কোটি ৮ লাখ টাকা, জেমিনি সী ফুড ১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১১ হাজার ২৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে বিডি ফাইন্যান্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বিডি ফাইন্যান্স ৭ কোটি ৪৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ ৫ কোটি ২৫ লাখ টাকা, এডিএন টেলিকম ৩ কোটি ৬৭ লাখ টাকা, আরডি ফুড ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৩৫ লাখ টাকা, ইবনে সিনা ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২২ লাখ টাকা, লার্ফাজহোলসিম ১৮ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উত্থানের চেয়ে পতন ৮ গুন বেশি

পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৮ গুন বেশি হয়েছে। সূচক ও কোম্পানিগুলোর শেয়ার দর পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারী রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। সেই বলার প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন (রবিবার ও সোমবার) ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু পরের দিনগুলোতে সেই পুরানো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৮ দশমিক ৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ১৩৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ ২২ কোটি ৭২ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২১ কোটি ১৩ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪৫ লাখ টাকা, বিডি কম ১৮ কোটি ৪৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৭৬ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ৪৭ লাখ টাকা, এডিএন টেলিকম ১৪ কোটি ৮ লাখ টাকা, জেমিনি সী ফুড ১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১১ হাজার ২৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে বিডি ফাইন্যান্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বিডি ফাইন্যান্স ৭ কোটি ৪৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ ৫ কোটি ২৫ লাখ টাকা, এডিএন টেলিকম ৩ কোটি ৬৭ লাখ টাকা, আরডি ফুড ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৩৫ লাখ টাকা, ইবনে সিনা ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২২ লাখ টাকা, লার্ফাজহোলসিম ১৮ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: