বিজনেস আওয়ার প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চার উইকেট হারিয়ে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, দুর্দান্ত এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। রোববার ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ১১৭ রানে অলআউট হয়। এই রানে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এস এম
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: