ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

করহার-প্রাইস ডিসকভার যৌক্তিক হতে হবে

  • পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমাদের শেয়ারবাজারে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একই সাথে বলেন, দেশে শক্তিশালী শেয়ারবাজারের জন্য তালিকাভুক্ত কোম্পানির করহার ও প্রাইস ডিসকভার যৌক্তিক থাকতে হবে।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই বিজনেস সামিটের আয়োজন করেছে। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ । প্যানেল আলোচক হিসেবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার।

আসিফ ইব্রাহিম বলেছেন, আমাদের শেয়ারবাজারে আরও অনেক অনেক বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দরকার। আমাদের এখানে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তা যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়লে আমাদের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হবে। বাড়বে বিনিয়োগও।

আমাদের তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার যৌক্তিক করতে হবে মন্তব্য করে তিনি বলেন, টিকিয়ে রাখার স্বার্থে ছোট পুঁজির কোম্পানিগুলোর জন্য করহার যৌক্তিক করতে হবে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার জন্য আমাদের কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে হবে। আমাদের তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার যৌক্তিকতা করতে হবে। আর আমাদের প্রাইস ডিসকভার যৌক্তিক করতে হবে। এজন্য সরকারের উচিত অবকাঠামো উন্নয়নে শেয়ারবাজার থেকে অর্থায়ন করে বেসরকারি খাতের জন্য দৃষ্টান্ত স্থাপন করা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, মালয়েশিয়া ও ভারত যেভাবে কাজ করে তা অনুসরণ করা যেতে পারে।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

করহার-প্রাইস ডিসকভার যৌক্তিক হতে হবে

পোস্ট হয়েছে : ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমাদের শেয়ারবাজারে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একই সাথে বলেন, দেশে শক্তিশালী শেয়ারবাজারের জন্য তালিকাভুক্ত কোম্পানির করহার ও প্রাইস ডিসকভার যৌক্তিক থাকতে হবে।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই বিজনেস সামিটের আয়োজন করেছে। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ । প্যানেল আলোচক হিসেবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার।

আসিফ ইব্রাহিম বলেছেন, আমাদের শেয়ারবাজারে আরও অনেক অনেক বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দরকার। আমাদের এখানে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তা যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়লে আমাদের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হবে। বাড়বে বিনিয়োগও।

আমাদের তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার যৌক্তিক করতে হবে মন্তব্য করে তিনি বলেন, টিকিয়ে রাখার স্বার্থে ছোট পুঁজির কোম্পানিগুলোর জন্য করহার যৌক্তিক করতে হবে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার জন্য আমাদের কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে হবে। আমাদের তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার যৌক্তিকতা করতে হবে। আর আমাদের প্রাইস ডিসকভার যৌক্তিক করতে হবে। এজন্য সরকারের উচিত অবকাঠামো উন্নয়নে শেয়ারবাজার থেকে অর্থায়ন করে বেসরকারি খাতের জন্য দৃষ্টান্ত স্থাপন করা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, মালয়েশিয়া ও ভারত যেভাবে কাজ করে তা অনুসরণ করা যেতে পারে।

বিজনেস আওয়ার/১২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: