বিনোদন ডেস্ক: ৯৫ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজারের হাতে। ‘দ্য হোয়েল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। উইল স্মিথের পর এবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, পল মেসকাল ও বিল নাই। স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমাটি।
ছবিতে ফ্রেজার অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের সমকামীর চরিত্রে। অতিরিক্ত ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই যার ভরসা। ১৭ বছর বয়সি মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে যান তিনি।
এই ছবিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো ছবিজুড়ে প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছে। স্যুটটি কিছুটা জ্যাকেটের মতো, যার ওপরে এয়ারব্রাশ মেকআপ করা হতো, যেন সেটি মানুষের ত্বকের মতো দেখায়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো তাকে।
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে।
এদিকে এভরিথিং এভরিহয়্যার অল আর্ট চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। সেরা গান হিসেবে অস্কার জিতেছেন দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান নাটু নাটু।
বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২৩/এএইচএ