বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৮ দশমিক শূন্য ৪ টাকা। কিন্তু সেখান থেকে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি দিয়েছে ৪২ টাকা বা ৪২০ শতাংশ। কোম্পানিটি রিজার্ভ হিসেবে জমা রেখেছে ১৬ দশমিক শূন্য ৪ টাকা বা ১৬০ দশমিক ৪০ শতাংশ। এই রিজার্ভ অর্থ কোম্পানির উন্নয়ন ও সম্প্রসারন কাজে ব্যয় করা হবে। আগের বছর ইপিএস হয়েছিল ৮০ দশমিক ৫৫ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৯৭ দশমিক ৪৪ টাকা।
আগামী ১১ মে বিকেল ৫টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।
বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২৩/এমএজেড