1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
এবার গুগল ট্রান্সলেটে অনুবাদ হবে ছবির ভেতরের লেখাও
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

এবার গুগল ট্রান্সলেটে অনুবাদ হবে ছবির ভেতরের লেখাও

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার ডেস্ক: গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। গুগলের ট্রান্সলেটর ব্যবহার করে বিশ্বের প্রায় ১৩০টি ভাষায় যে কোনো লেখা অনুবাদ করা যায়। এমনকি এতে আছে ভয়েস টাইপিংয়ের সুবিধা। এছাড়াও যে কোনো লেখার ছবি তুলেও সেটি অনুবাদ করতে পারবেন। তবে এবার যে কোনো ছবির ভেতরের লেখাও অনুবাদ করা যাবে গুগল ট্রান্সলেটে।

একজন ব্যবহারকারীকে মোট ১৩০টি ভাষায় অনুবাদ করার সুযোগ দিচ্ছে গুগল। বাছাই করা ডিফ্যল্ট ভাষা থেকে যে কোনো ভাষায় অনুবাদ করা যাবে। শুধু এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদই নয়, টেক্সট কপি ও ডাউনলোডের অপশনও রয়েছে গুগল ট্রান্সলেটে।

চলুন দেখে নেওয়া যাক কাজটি কীভাবে করবেন-

ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলুন।
বাঁ দিকে ইমেজ ট্যাবে ক্লিক করুন।
যে ইমেজের টেক্সট অনুবাদ করতে চান, সেটি সিলেক্ট করুন।

কম্পিউটার থেকে জেপিজি, জেপিইজি, বা পিএনজি ছবি ট্রান্সলেশনের জন্য আপলোড করুন।
অরিজিনাল ও ট্রান্সলেট করা ইমেজগুলো নিজের স্ক্রিনে দেখতে পারবেন আপনি।

সূত্র: এনগ্যাজেট

বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ