বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিডি ফাইন্যান্স) পর্ষদ বোনাস শেয়ার থেকে বেরিয়ে ২০১৯ সালের ব্যবসায় নগদ লভ্যাংশে ফিরেছে। এছাড়া লভ্যাংশের পরিমাণও বেড়েছে। এমন ইতিবাচক খবরে কোম্পানিটির শেয়ার দরে বড় পরিবর্তন হয়েছে। যা কোম্পানিটিকে গত সপ্তাহে (৩১ আগস্ট- ৩ সেপ্টেম্বর) দর বৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়মিত বোনাস শেয়ার দেওয়া বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ গত ৩১ আগস্ট বিকালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যে কোম্পানিটির পর্ষদ এর আগের ৪ বছর ১০ শতাংশ করে বোনাস শেয়ার দিয়েছে। কোম্পানিটির লভ্যাংশের পাশাপাশি চলতি বছরের ১ম প্রান্তিকে মুনাফায় উত্থান হয়েছে। আগের বছরের ১ম প্রান্তিকের ০.০৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) এ বছরের ১ম প্রান্তিকে বেড়ে হয়েছে ০.৩৫ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকে ০.১৮ থেকে কমে ০.১২ টাকা হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে বিডি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৯.৬৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৪.০২ শতাংশ, জিকিউ বলপেনের ২৭.৫৬ শতাংশ, সালভো কেমিক্যালের ২৬.৬৭ শতাংশ, বিডিকম অনলাইনের ২২.৭১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২২.৩৭ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, আজিজ পাইপসের ২০.৮৮ শতাংশ, বে লিজিংয়ের ২০.৬৭ শতাংশ ও হাক্কানি পাল্পের ২০.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২০/এস