বিজনেস আওয়ার প্রতিবেদক: সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। মেঘের গর্জনে পথচারীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে মৃদু বাতাস আর ঘামঝরা বৃষ্টিতে কিছুটা শীতল হয়েছে আবহাওয়া।
বুধবার (১৫ মার্চ) সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। সকাল ৭টার পর বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। বেলা গড়ালেও এখনো দেখা মিলেনি রোদের।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছে, ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বজ্র-বৃষ্টি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলেও জানিয়েছে।
গতকাল (সোমবার) থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের দু/একটি স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের।
ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২৩/এএইচএ