ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন

  • পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • 119

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে দু’টি স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

গত ৯ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশনটি ১৫ মার্চ থেকে চালু হবে।

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দু’টি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ। এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। সরকার ব্যয় করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চালু হলো মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন

পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে দু’টি স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

গত ৯ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশনটি ১৫ মার্চ থেকে চালু হবে।

এদিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দু’টি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ। এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। সরকার ব্যয় করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: