ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৫ বছর আগেও বিশ্ববাসী হাসতো : সুনীল শেঠি

  • পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • 42

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে দুটি বিভাগে ভারতের দুটি সিনেমা অস্কার পুরস্কার জিতেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন। এ জয়ে উচ্ছ্বসিত ভারতীয় তারকারা। এবার এই প্রাপ্তি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

ইন্ডিয়া টুডেকে সুনীল শেঠি বলেন— ‘আমি গর্বিত। আপনি প্রমাণ করেছেন। ২৫ বছর আগেও বিশ্ববাসী হাসতো। বলতো, সবসময় তোমরা কেন গান করো, নাচো? আমরা ভারতীয় এজন্য নাচি-গাই। সংগীতের সঙ্গে আমরা সবকিছু উদযাপন করি। বেশির ভাগ প্রভাবশালী ব্যক্তি এখন হিন্দি গানের সঙ্গে নাচেন। তার মানে আমরা সেই সময়ে ঠিক ছিলাম।’

সেরা মৌলিক গান বিভাগে ভারতীয় দক্ষিণী সিনেমা ‘ট্রিপল আর’-এর ‘নাটু নাটু’গানটি অস্কার পুরস্কার পেয়েছে। এ গানের সংগীত পরিচালক এমএম কিরাবানি এবং গীতিকার চন্দ্রবোস এই পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ভারতীয় দক্ষিণী সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’।

গত ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম অস্কার আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৫ বছর আগেও বিশ্ববাসী হাসতো : সুনীল শেঠি

পোস্ট হয়েছে : ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে দুটি বিভাগে ভারতের দুটি সিনেমা অস্কার পুরস্কার জিতেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন। এ জয়ে উচ্ছ্বসিত ভারতীয় তারকারা। এবার এই প্রাপ্তি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

ইন্ডিয়া টুডেকে সুনীল শেঠি বলেন— ‘আমি গর্বিত। আপনি প্রমাণ করেছেন। ২৫ বছর আগেও বিশ্ববাসী হাসতো। বলতো, সবসময় তোমরা কেন গান করো, নাচো? আমরা ভারতীয় এজন্য নাচি-গাই। সংগীতের সঙ্গে আমরা সবকিছু উদযাপন করি। বেশির ভাগ প্রভাবশালী ব্যক্তি এখন হিন্দি গানের সঙ্গে নাচেন। তার মানে আমরা সেই সময়ে ঠিক ছিলাম।’

সেরা মৌলিক গান বিভাগে ভারতীয় দক্ষিণী সিনেমা ‘ট্রিপল আর’-এর ‘নাটু নাটু’গানটি অস্কার পুরস্কার পেয়েছে। এ গানের সংগীত পরিচালক এমএম কিরাবানি এবং গীতিকার চন্দ্রবোস এই পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ভারতীয় দক্ষিণী সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’।

গত ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম অস্কার আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: