ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের ছোট পর্দায় ‘কেয়ামত থেকে কেয়ামত’

  • পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • 68

বিনোদন ডেস্ক: অসংখ্য ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। যিনি আজও কোটি দর্শকদের বেঁচে আছেন তার কাজের মাধ্যমে। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ করবে নাগরিক টেলিভিশন। রবিবার (৬ সেপ্টেম্বর) চ্যানেলটি দুপুর ২টা ৩০ মিনিট প্রচার করবে এই নায়কের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।

এ প্রসঙ্গে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু সংবাদমাধ্যমকে বলেন, অভিনেতা সালমান শাহর সুপারহিট সিনেমা এটি। ২৭ বছর আগে মুক্তি পেলেও এ সিনেমার আবেদন এখনও ফুরিয়ে যায়নি। সালমান ভক্তরা আজও এ সিনেমা দেখতে চায়। তাই ভক্তদের আগ্রহ এবং প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি প্রচার করার উদ্যোগ নিয়েছি আমরা।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাতে সালমানের বিপরীতে ছিলেন মৌসুমী। দুজনেরই অভিষেক হয় এই ছবির মাধ্যমে। পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। ছবিটি মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। পেয়েছিল ব্যবসায়িক সফলতা। সালমান-মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের ছোট পর্দায় ‘কেয়ামত থেকে কেয়ামত’

পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: অসংখ্য ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। যিনি আজও কোটি দর্শকদের বেঁচে আছেন তার কাজের মাধ্যমে। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ করবে নাগরিক টেলিভিশন। রবিবার (৬ সেপ্টেম্বর) চ্যানেলটি দুপুর ২টা ৩০ মিনিট প্রচার করবে এই নায়কের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।

এ প্রসঙ্গে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু সংবাদমাধ্যমকে বলেন, অভিনেতা সালমান শাহর সুপারহিট সিনেমা এটি। ২৭ বছর আগে মুক্তি পেলেও এ সিনেমার আবেদন এখনও ফুরিয়ে যায়নি। সালমান ভক্তরা আজও এ সিনেমা দেখতে চায়। তাই ভক্তদের আগ্রহ এবং প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি প্রচার করার উদ্যোগ নিয়েছি আমরা।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাতে সালমানের বিপরীতে ছিলেন মৌসুমী। দুজনেরই অভিষেক হয় এই ছবির মাধ্যমে। পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। ছবিটি মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। পেয়েছিল ব্যবসায়িক সফলতা। সালমান-মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: