ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩টি তদন্ত কমিটি

  • পোস্ট হয়েছে : ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে এসব কমিটি গঠন করে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব কমিটি গঠন করা হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিম বলেন, এডিসি খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদের ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ হন। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন, স্কুলছাত্রসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩টি তদন্ত কমিটি

পোস্ট হয়েছে : ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে এসব কমিটি গঠন করে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব কমিটি গঠন করা হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিম বলেন, এডিসি খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদের ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ হন। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন, স্কুলছাত্রসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: