বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্রোকারেজ হাউজটির ২০২২ সালে সমন্বিতভাবে নিট ৩৩ কোটি ৮৪ লাখ টাকা বা শেয়ার প্রতি ১.২৬ টাকা মুনাফা হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২১.২৫ টাকা।
আগামী ২ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।
বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: