ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

  • পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • 70

বিনোদন ডেস্ক :নীলফামারীতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের নাচের তালে কোমর দুলিয়েছেন প্রায় দেড় লক্ষাধিক দর্শক। একই মঞ্চে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গান মুগ্ধতা ছড়িয়েছে।

শনিবার (১৮মার্চ) রাতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে নীলফামারীর বড় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্রের গানে পারফর্ম করেছেন ফেরদৌস-অপু। অনুষ্ঠানে এই দুই অভিনয়শিল্পীর নাচের তালে নেচেছেন লাখো দর্শক। একই মঞ্চে গানের তালে দর্শকদের মন মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।

এর আগে, নীলফামারী পৌরসভার ছয়বারের নির্বাচিত মেয়র এবং পুনরায় মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ডি জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী সহ আরো অনেকে।

এদিকে অনুষ্ঠান ঘিরে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নাগরিক সংবর্ধনা কমিটি। নীলফামারীর বড় মাঠে প্রস্তুত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বেষ্টনী। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সাদা পোশাকে পুলিশসহ দায়িত্ব পালন করেন আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

নাগরিক সংবর্ধনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অপু-ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এরপর তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাগরিক সংবর্ধনা কমিটির নেতৃবৃন্দ। পরে জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর রাত ৮টার দিকে অনুষ্ঠানে অংশ নেন তারা।

নাগরিক সংবর্ধনা কমিটির আহব্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী ঢাকা পোস্টকে বলেন, ‘শান্তিপুর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। এত মানুষ হবে ধারণার বাইরে ছিল। দেড়-দুই লাখ মানুষ হওয়ায় আমাদের ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী ব্যাপক কাজ করেছে। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারি ছিল।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত সংগঠনের সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন।

বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক :নীলফামারীতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের নাচের তালে কোমর দুলিয়েছেন প্রায় দেড় লক্ষাধিক দর্শক। একই মঞ্চে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গান মুগ্ধতা ছড়িয়েছে।

শনিবার (১৮মার্চ) রাতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে নীলফামারীর বড় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্রের গানে পারফর্ম করেছেন ফেরদৌস-অপু। অনুষ্ঠানে এই দুই অভিনয়শিল্পীর নাচের তালে নেচেছেন লাখো দর্শক। একই মঞ্চে গানের তালে দর্শকদের মন মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।

এর আগে, নীলফামারী পৌরসভার ছয়বারের নির্বাচিত মেয়র এবং পুনরায় মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ডি জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী সহ আরো অনেকে।

এদিকে অনুষ্ঠান ঘিরে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে নাগরিক সংবর্ধনা কমিটি। নীলফামারীর বড় মাঠে প্রস্তুত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বেষ্টনী। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সাদা পোশাকে পুলিশসহ দায়িত্ব পালন করেন আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

নাগরিক সংবর্ধনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অপু-ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এরপর তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাগরিক সংবর্ধনা কমিটির নেতৃবৃন্দ। পরে জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর রাত ৮টার দিকে অনুষ্ঠানে অংশ নেন তারা।

নাগরিক সংবর্ধনা কমিটির আহব্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী ঢাকা পোস্টকে বলেন, ‘শান্তিপুর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। এত মানুষ হবে ধারণার বাইরে ছিল। দেড়-দুই লাখ মানুষ হওয়ায় আমাদের ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী ব্যাপক কাজ করেছে। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারি ছিল।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত সংগঠনের সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন।

বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: