বিজনেস আওয়ার প্রতিবেদক: সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ১৭ জন শিক্ষক।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন দেখে জানতে পেরেছি ঢাকা কলেজের মোট ১৭ শিক্ষক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। প্রত্যাশা করছি, পদোন্নতি পাওয়া শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নতিতে আগের চেয়ে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন মৃধা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুন নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিচুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক রুনা নাসরীন, মোসা. রাফিজা বেগম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন, পতি মোহন বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার ইয়াসমিন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আখতার বানু, সহযোগী অধ্যাপক উম্মে ফাজিলা খাতুন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সালেহা ইয়াসমিন।
বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এএইচএ