বিজনেস আওয়ার পতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চাচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ শতাংশ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৯শ কোটি টাকা উত্তোলন করার প্রস্তাব রেখেছে। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু (অভিহিত মূল্যে) হবে ১০ টাকা।
গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলালিংকের পরিচালনা পর্ষদ। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বাংলালিংকের বর্তমান পরিশোধিত মূলধন ৮ হাজার কোটি টাকা। শেয়ারবাজারে তালিকাভুক্তর পর আরও ৯ শত কোটি টাকা বৃদ্ধি পাবে। এই বিষয়টি নিশ্চিত করে বিএসইসির একাধিক কর্মকর্তা বলেন, আইপিওর মাধ্যমে ৯শ কোটি টাকা উত্তোলন করতে চায় বাংলালিংক। প্রতিটি শেয়ারের দর ধরা হচ্ছে ১০ টাকা। সেই হিসেবে প্রতিষ্ঠানটির ৯০ কোটি শেয়ার ছাড়বে শেয়ারবাজারে।
উল্লেখ্য, বাংলালিংক মাল্টার টেলিকম ভেঞ্চারস লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান। যা গ্লোবাল টেলিকম লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। দেশে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে চালু হয় প্রতিষ্ঠানটি। বর্তমানে গ্রাহক ৪ কোটি। ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রবৃদ্ধি ১২ শতাংশ। বর্তমানে কোম্পানির আয় ৫ হাজার ৩৪৭ কোটি টাকা।
বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এমএজেড