ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে প্রস্রাব করায় ফুটবলারকে লাল কার্ড

  • পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • 29

স্পোর্টস ডেস্ক: ফাউল অথবা বাজে আচরণের জন্য একজন ফুটবলারকে সরাসরি লাল কার্ড দিয়ে থাকেন ম্যাচ পরিচালনাকারী রেফারি। কেবল মাঠের মধ্যে প্রস্রাব করে লাল কার্ড দেখলেন সাবেক য়্যুভেন্তাসের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বুনিনো।

রোববার (১৯ মার্চ) ইতালির সিরি ‘সি’তে গ্রুপ ‘এ’ এর ম্যাচে লেসোর হয়ে মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন বুনিনো। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচটির ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে বুনিনোকে মাঠে নামানোর প্রস্তুতি নেয়া হয়। তার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ডাগ আউটের পাশে প্রস্রাব করেন বুনিনো। বিষয়টি নজরে আসে ম্যাচ অফিসিয়ালসদের।

এ ঘটনায় লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয় বুনিনোকে। এটিকে লেসোর পক্ষ থেকে কঠিন শাস্তি বলা হচ্ছে।

লেসোর কোচ লুসিয়ানো ফোসচি বলেন, এটি নিয়ম এবং সেটি অবশ্যই প্রয়োগ করা উচিত। তবে বুনিনো কাউকে বিরক্ত করেনি এবং তেমন কেউ বিষয়টি দেখেননি। আমি ভেবেছিলাম রেফারি একটি হলুদ কার্ড দেখাতে পারেন। কিন্তু লাল কার্ড দেখাতে তিনি ভুল করেননি।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাঠে প্রস্রাব করায় ফুটবলারকে লাল কার্ড

পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক: ফাউল অথবা বাজে আচরণের জন্য একজন ফুটবলারকে সরাসরি লাল কার্ড দিয়ে থাকেন ম্যাচ পরিচালনাকারী রেফারি। কেবল মাঠের মধ্যে প্রস্রাব করে লাল কার্ড দেখলেন সাবেক য়্যুভেন্তাসের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বুনিনো।

রোববার (১৯ মার্চ) ইতালির সিরি ‘সি’তে গ্রুপ ‘এ’ এর ম্যাচে লেসোর হয়ে মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন বুনিনো। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচটির ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে বুনিনোকে মাঠে নামানোর প্রস্তুতি নেয়া হয়। তার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ডাগ আউটের পাশে প্রস্রাব করেন বুনিনো। বিষয়টি নজরে আসে ম্যাচ অফিসিয়ালসদের।

এ ঘটনায় লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয় বুনিনোকে। এটিকে লেসোর পক্ষ থেকে কঠিন শাস্তি বলা হচ্ছে।

লেসোর কোচ লুসিয়ানো ফোসচি বলেন, এটি নিয়ম এবং সেটি অবশ্যই প্রয়োগ করা উচিত। তবে বুনিনো কাউকে বিরক্ত করেনি এবং তেমন কেউ বিষয়টি দেখেননি। আমি ভেবেছিলাম রেফারি একটি হলুদ কার্ড দেখাতে পারেন। কিন্তু লাল কার্ড দেখাতে তিনি ভুল করেননি।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: