ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের অনাস্থা দূর করতে হবে

  • পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • 55

বিজনেস আওয়ার পতিবেদক : বর্তমানে শেয়ারবাজার প্রতি বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে। এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। আরও বলেন, শেয়ারবাজারকে প্রাণবন্ত করতে ভালো কোম্পানি আনতে হবে।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এই সাক্ষাৎকালে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।

শেয়ারবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে জানিয়ে হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে এক সাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে। এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে।

শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস শেয়ারবাজার মন্তব্য করে তিনি বলেন, যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা শেয়ারবাজার সংশিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেয়ারবাজারকে গতিময় করে তুলতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। আর শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস শেয়ারবাজার। তাই শেয়ারবাজারকে প্রাণবন্ত করতে ভালো কোম্পানি আনতে হবে। পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে কাজ করতে হবে।

সাক্ষাতে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, শেয়ারবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা জরুরী। পাশাপাশি আরও নতুন নতুন প্রডাক্ট চালু করা দরকার। এছাড়া তথ্য, প্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা শেয়ারবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর নব- নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিনিয়োগকারীদের অনাস্থা দূর করতে হবে

পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার পতিবেদক : বর্তমানে শেয়ারবাজার প্রতি বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে। এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। আরও বলেন, শেয়ারবাজারকে প্রাণবন্ত করতে ভালো কোম্পানি আনতে হবে।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এই সাক্ষাৎকালে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।

শেয়ারবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে জানিয়ে হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে এক সাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে। এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে।

শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস শেয়ারবাজার মন্তব্য করে তিনি বলেন, যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা শেয়ারবাজার সংশিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেয়ারবাজারকে গতিময় করে তুলতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। আর শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস শেয়ারবাজার। তাই শেয়ারবাজারকে প্রাণবন্ত করতে ভালো কোম্পানি আনতে হবে। পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে কাজ করতে হবে।

সাক্ষাতে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, শেয়ারবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা জরুরী। পাশাপাশি আরও নতুন নতুন প্রডাক্ট চালু করা দরকার। এছাড়া তথ্য, প্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা শেয়ারবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর নব- নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রমুখ।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: