ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৬ বলে ৬ উইকেট

  • পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 25

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে এক সময় হ্যাটট্রিক কিংবা তারও অধিক উইকেট পাওয়ার নজির ছিল বিরল। পরবর্তীতে ধীরে ধীরে সেই রেকর্ডের খাতায় অনেকেই নাম লিখিয়েছেন। তবে এবার তার চেয়েও সরস এক রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব। এক ম্যাচে মাত্র ১২ রানে ৯ উইকেট নিয়েছেন ম্যাট রোয়ি। এতে হয়তো তার বোলিং নৈপুণ্য যথাযথ প্রকাশ করা হয় না। কারণ তিনি এক ওভারের প্রতি বলেই নিয়েছেন একটি করে উইকেট।

গতকাল (২২ মার্চ) নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে বিরল এই ঘটনা ঘটেছে। পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের বোলার ম্যাট রোয়ি’র ওই ওভারকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হচ্ছে ‘পারফেক্ট ওভার’।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’জানিয়েছে, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া রোয়ি গতকালের ম্যাচে ৬ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে নিজের পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন ১৩ বছর বয়সী রোয়ি।এরপর অন্যরকম প্রতিক্রিয়াও দেখিয়েছেন রোয়ি, ‘সত্যি বলতে পাগলাটে-কাণ্ড। একেবারেই অবিশ্বাস্য ব্যাপার।’

এদিন পঞ্চম ওভারে এসে—প্রথম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ, পরের চারটি বোল্ড এবং শেষ আউটটি হয় এলবিডব্লু। এর আগে প্রথম দুই বলে উইকেট পাওয়ার পর ম্যাচের আম্পায়ারের সঙ্গে কথা হয়েছে রোয়ির, ‘আম্পায়ারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, আমাদের সময় খুব বেশি হ্যাটট্রিক দেখিনি। ভাবলাম, তাহলে আম্পায়ারের জন্য চেষ্টা করে দেখা যায়। সেটা ছিল কেবল শুরু।’

রোয়ির এম ধ্বংসযজ্ঞে মাত্র ২৬ রানে অলআউট হয় প্রতিপক্ষ রোটোরোয়া হাইস্কুল। পরে রোয়ির দল পালমারস্টোন নর্থ বয়েজ ২.১ ওভারেই তাড়া করে জয় তুলে নেয়। দলটির কোচ স্কট ডেভিসন রোয়ির কীর্তি নিয়ে জানান, ‘আমি নিজে অনেক খেলেছি। আমার ম্যানেজারও এই খেলায় অনেক দিন ধরে আছেন। আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।’

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ বলে ৬ উইকেট নিয়েছিলেন অ্যালেড ক্যারি। সেই ওভারে দুটি ক্যাচ, একটি এলবিডব্লু ও বাকি তিন বলে বোল্ড আউট করেন ক্যারি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে কেউ ৬ কিংবা ৫ উইকেট নিতে পারেননি। টেস্ট ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির আছে। ১৯২৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের পেসার মরিস অ্যালম। তার সঙ্গে আছেন আরও পাঁচজন—ইংল্যান্ডের ক্রেন ক্রানস্টোন, ফ্রেড টিটমাস, ক্রিস ওল্ড, অ্যান্ড্রু ক্যাডিক ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন আকরাম। এছাড়া টি-টোয়েন্টিতেও রয়েছে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ও আইরিশ কার্টিস ক্যাম্ফার এই কীর্তি গড়েন।

বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৬ বলে ৬ উইকেট

পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে এক সময় হ্যাটট্রিক কিংবা তারও অধিক উইকেট পাওয়ার নজির ছিল বিরল। পরবর্তীতে ধীরে ধীরে সেই রেকর্ডের খাতায় অনেকেই নাম লিখিয়েছেন। তবে এবার তার চেয়েও সরস এক রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব। এক ম্যাচে মাত্র ১২ রানে ৯ উইকেট নিয়েছেন ম্যাট রোয়ি। এতে হয়তো তার বোলিং নৈপুণ্য যথাযথ প্রকাশ করা হয় না। কারণ তিনি এক ওভারের প্রতি বলেই নিয়েছেন একটি করে উইকেট।

গতকাল (২২ মার্চ) নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে বিরল এই ঘটনা ঘটেছে। পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের বোলার ম্যাট রোয়ি’র ওই ওভারকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হচ্ছে ‘পারফেক্ট ওভার’।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’জানিয়েছে, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া রোয়ি গতকালের ম্যাচে ৬ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে নিজের পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন ১৩ বছর বয়সী রোয়ি।এরপর অন্যরকম প্রতিক্রিয়াও দেখিয়েছেন রোয়ি, ‘সত্যি বলতে পাগলাটে-কাণ্ড। একেবারেই অবিশ্বাস্য ব্যাপার।’

এদিন পঞ্চম ওভারে এসে—প্রথম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ, পরের চারটি বোল্ড এবং শেষ আউটটি হয় এলবিডব্লু। এর আগে প্রথম দুই বলে উইকেট পাওয়ার পর ম্যাচের আম্পায়ারের সঙ্গে কথা হয়েছে রোয়ির, ‘আম্পায়ারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, আমাদের সময় খুব বেশি হ্যাটট্রিক দেখিনি। ভাবলাম, তাহলে আম্পায়ারের জন্য চেষ্টা করে দেখা যায়। সেটা ছিল কেবল শুরু।’

রোয়ির এম ধ্বংসযজ্ঞে মাত্র ২৬ রানে অলআউট হয় প্রতিপক্ষ রোটোরোয়া হাইস্কুল। পরে রোয়ির দল পালমারস্টোন নর্থ বয়েজ ২.১ ওভারেই তাড়া করে জয় তুলে নেয়। দলটির কোচ স্কট ডেভিসন রোয়ির কীর্তি নিয়ে জানান, ‘আমি নিজে অনেক খেলেছি। আমার ম্যানেজারও এই খেলায় অনেক দিন ধরে আছেন। আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।’

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ বলে ৬ উইকেট নিয়েছিলেন অ্যালেড ক্যারি। সেই ওভারে দুটি ক্যাচ, একটি এলবিডব্লু ও বাকি তিন বলে বোল্ড আউট করেন ক্যারি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে কেউ ৬ কিংবা ৫ উইকেট নিতে পারেননি। টেস্ট ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির আছে। ১৯২৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের পেসার মরিস অ্যালম। তার সঙ্গে আছেন আরও পাঁচজন—ইংল্যান্ডের ক্রেন ক্রানস্টোন, ফ্রেড টিটমাস, ক্রিস ওল্ড, অ্যান্ড্রু ক্যাডিক ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন আকরাম। এছাড়া টি-টোয়েন্টিতেও রয়েছে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ও আইরিশ কার্টিস ক্যাম্ফার এই কীর্তি গড়েন।

বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: