বিজনেস আওয়ার ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হওয়ার পর মার্কিন বিমান হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক এ কথা জানায়।
যুদ্ধ-বিধ্বস্ত দেশটির বিস্তৃত সূত্রের নেটওয়ার্ক ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস-এর প্রধান রামি আবদেল রহমান বলেছেন, দেইর এজোর শহরের অভ্যন্তরে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে মার্কিন হামলায় ছয় ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। মায়াদিনের মরুভূমি ও আল-বুকামালের কাছে হামলা চালিয়ে আরও দুই যোদ্ধাকে হত্যা করা হয়েছে। খবর এএফপির।
বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: