ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব কি অধিনায়ক হবেন!

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • 56

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আসন্ন শ্রীলংকা সফরেই দলে ফিরবেন সাকিব। জাতীয় দলে ফেরার লক্ষে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন টাইগার অলরাউন্ডার। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার আগে তিনিই অধিনায়ক ছিলেন। তার অনুপস্থিতিতে টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।

দলে ফেরার পর আবার নেতৃত্ব দেবেন কি না এ ব্যাপারে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, দীর্ঘদিন পর মাঠে ফিরে সবার আগে নিজের পারফরম্যান্সের দিকেই নজর দেবেন সাকিব। ফলে আপাতত কোনো ফরম্যাটে অধিনায়ক হচ্ছেন না তিনি। ফলে শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে মুমিনুলকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে।

এ দিকে টাইগারদের সাদা পোষাকের অধিনায়কত্বের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এক গণমাধ্যমকে বলেন, এখনই দলের অধিনায়ক বদলানোর কোনো ভাবনা নেই। বর্তমানে মুমিনুল আছে, সেই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাকিব কি অধিনায়ক হবেন!

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আসন্ন শ্রীলংকা সফরেই দলে ফিরবেন সাকিব। জাতীয় দলে ফেরার লক্ষে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন টাইগার অলরাউন্ডার। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার আগে তিনিই অধিনায়ক ছিলেন। তার অনুপস্থিতিতে টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।

দলে ফেরার পর আবার নেতৃত্ব দেবেন কি না এ ব্যাপারে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, দীর্ঘদিন পর মাঠে ফিরে সবার আগে নিজের পারফরম্যান্সের দিকেই নজর দেবেন সাকিব। ফলে আপাতত কোনো ফরম্যাটে অধিনায়ক হচ্ছেন না তিনি। ফলে শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে মুমিনুলকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে।

এ দিকে টাইগারদের সাদা পোষাকের অধিনায়কত্বের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এক গণমাধ্যমকে বলেন, এখনই দলের অধিনায়ক বদলানোর কোনো ভাবনা নেই। বর্তমানে মুমিনুল আছে, সেই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: