ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২ ইলিশের দাম ১৭ হাজার

  • পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • 116

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দুই ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। পদ্মা নদীর এই দুটি ইলিশের ওজন হয়েছিল ৪ কেজি।

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে চার হাজার টাকা কেজি দরে মাছ দুইটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ।

শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ইলিশ দুটি ধরা পড়ে। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ৪ কেজির দুটি ইলিশ দুলাল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে তার দোকানঘরে নিয়ে আসেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২ শ টাকা লাভ হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ‘জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছেন জেলেরা। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।’

বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২ ইলিশের দাম ১৭ হাজার

পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দুই ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। পদ্মা নদীর এই দুটি ইলিশের ওজন হয়েছিল ৪ কেজি।

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে চার হাজার টাকা কেজি দরে মাছ দুইটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ।

শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ইলিশ দুটি ধরা পড়ে। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ৪ কেজির দুটি ইলিশ দুলাল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে তার দোকানঘরে নিয়ে আসেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২ শ টাকা লাভ হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ‘জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছেন জেলেরা। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।’

বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: