বিজনেস আওয়ার প্রতিবেদক : রমজানে সবকিছুর দাম বেড়েছে। সেই সাথে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। অতিরিক্ত দামের কারনে বর্তমানে অনেকেই খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন ব্রয়লার মুরগি। দাম নিয়ন্ত্রনে সব ভোক্তাদের জন্য ৪০ টাকা কমিয়ে প্রতিকেজি ২৪০ টাকা করা হয়। এরপরও ব্রয়লার মুরগির দাম তাদের হাতের নাগারের বাইরে। সুসম বন্টনে ব্রয়লারের দাম আরো কমানো জরুরী বলে মনে করেছেন ভোক্তারা।
সম্প্রতি ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকের পর দেশের বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতিকেজিতে ৪০ টাকা কমেছে। দুইদিন আগে প্রতিকেজি ২৮০ টাকা দরে বিক্রি হলেও শনিবারে তা বিক্রি হয়েছে ২৪০ টাকা দরে। সেই দাম রবিবার সকালে চলছে।
এদিকে দাম আরও কমার ইঙ্গিত দিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, শিগগিরই ব্রয়লারের দাম কেজিতে ২২০ এর মধ্যে চলে আসবে। বর্তমানে পাইকারি বাজারে প্রতিকেজি ব্র্যয়লার মুরগি ২১০ টাকা এবং উৎপাদনকারী পর্যায়ে সর্বোচ্চ ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়।
ব্যবসায়ীরা বলেন, ব্রয়লার মুরগির দাম কমলেও সেই তুলনায় ক্রেতা বাড়েনি। অপরদিকে ভোক্তারা জানান, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের অনেকেই খাবারের তালিকা থেকে ব্রয়লার মুরগি বাদ রাখছেন। ব্রয়লার মুরগির পাশাপাশি দেশি মুরগির দাম কেজিপ্রতি কমে ৬৫০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৫০ টাকা এবং লাল লেয়ার মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার পোলট্রি খাতের চার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয়।
বিজনেস আওয়ার/২৬ মার্চ, ২০২৩/এমএজেড