বিজনেস আওয়ার প্রতিবেদক : ‘জেড’ ক্যাটাগরির পরে বেহাল দশার মিউচ্যুয়াল ফান্ডে সুশাসনে নজর নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে রবিবার (০৬ সেপ্টেম্বর) এক নির্দেশনা জারি করেছে কমিশন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার, ট্র্যাষ্টি, কাস্টডিয়ান এবং উদ্যোক্তা কমিশনের চাহিদা অনুযায়ি সকল তথ্য সরবরাহ করবে। এছাড়া বছর শেষ হওয়ার ৩ মাসের মধ্যে নিরীক্ষত আর্থিক হিসাব, শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে অনিরীক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক হিসাব, শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রতিটি প্রান্তিকের ফান্ডের নেট সম্পদ পরিবর্তনের স্টেটমেন্ট এবং প্রতি প্রান্তিকে পূর্বের প্রান্তিকের সঙ্গে পরিবর্তনেরসহ পোর্টফোলিও জমা দিতে হবে।
এদিকে প্রতি প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইউনিটহোল্ডারদের কাছে ফান্ডের পোর্টফোলিও পাঠানোর নির্দেশনা দিয়েছে বিএসইসি। যা ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে। আর ১ মাসের মধ্যে প্রতি প্রান্তিকের ও ৪৫ দিনের মধ্যে অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক হিসাব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২০/আরএ