ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রির চাপে সূচক পতনে

  • পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে। তবে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ। উভয় স্টকে বেড়েছে বিক্রেতার চাপ।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪০ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৯ দশমিক ৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮টি এবং কমেছে ৭২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির। এদিন ডিএসইতে ইউনিক হোটেলের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইউনিক হোটেল ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৫০ লাখ টাকা, সী পার্ল বিচ ১৭ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৭ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১২ কোটি ৯২ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ৩১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৮৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৮ কোটি ৫৭ লাখ টাকা এবং আরডি ফুড ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টি, কমেছে ৪০টি এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ২৮ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৫ দশমিক ১৯ পয়েন্টে, ১০ হাজার ৯৮৬ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫৩ দশমিক ৭৩ পয়েন্টে।

এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৬১ লাখ টাকা, আমান কর্টন ৫০ লাখ টাকা, ইউনিক হোটেল ৪৭ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৩৯ লাখ টাকা, বিকন ফার্মা ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩০ লাখ টাকা, সী পার্ল বিচ ৩০ লাক টাকা, সিএলআইসিএল ২৭ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিক্রির চাপে সূচক পতনে

পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে। তবে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াইগুন বেশি হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ। উভয় স্টকে বেড়েছে বিক্রেতার চাপ।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪০ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৯ দশমিক ৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮টি এবং কমেছে ৭২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির। এদিন ডিএসইতে ইউনিক হোটেলের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইউনিক হোটেল ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৫০ লাখ টাকা, সী পার্ল বিচ ১৭ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৭ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১২ কোটি ৯২ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ৩১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৮৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৮ কোটি ৫৭ লাখ টাকা এবং আরডি ফুড ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টি, কমেছে ৪০টি এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ২৮ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৫ দশমিক ১৯ পয়েন্টে, ১০ হাজার ৯৮৬ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫৩ দশমিক ৭৩ পয়েন্টে।

এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৬১ লাখ টাকা, আমান কর্টন ৫০ লাখ টাকা, ইউনিক হোটেল ৪৭ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৩৯ লাখ টাকা, বিকন ফার্মা ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩০ লাখ টাকা, সী পার্ল বিচ ৩০ লাক টাকা, সিএলআইসিএল ২৭ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: