বিজনেস আওয়ার প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক একটি সম্পূর্ণরূপে কমপ্লায়েন্স ব্যাংক উল্লেখ্য মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ-জামান বলেন, আমরা বিনিয়োগকারীর প্রত্যাশা পূরণে সক্ষম হবো।
সোমবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে মিডল্যান্ড ব্যাংকের তালিকাভুক্তির চুক্তি স্বাক্ষর করে তিনি এসব কথা বলেন। চুক্তি স্বাক্ষরে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রত্যেক কোম্পানির জন্য গৌরবান্বিত একটি বিষয় মন্তব্য করে আহসান-উজ-জামান বলেন, আজ মিডল্যান্ড ব্যাংকের তালিকাভুক্তি অত্যন্ত আনন্দের একটি মূহুর্ত। আরও বলেন, শেয়ারবাজারে আজ তালিকাভুক্ত হয়েছি। আমরা আমাদের বিনিয়োগকারীদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাবো। একই সাথে আমরা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে সক্ষম হবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, শেয়ারবাজারে ৩৫তম ব্যাংক হিসেবে মিডল্যান্ড ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। যা শেয়ারবাজারের গভীরতা বৃদ্ধি করবে। তিনি ব্যাংকের কর্তৃপক্ষকে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কাজ করার আহবান জানান। সমাপণী বক্তব্যে ডিএসইর সিআরও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আশা করি, এই তালিকাভুক্তির ফলে ব্যাংকের সুশাসন ও পারফরমেন্স বৃদ্ধি পাবে। যার ফলে বিনিয়োগকারীরা লাভবান হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ, লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলম প্রমুখ।
বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২৩/এমএজেড