ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সন্তান পাওয়ার আশায় তান্ত্রিকের পরামর্শে নরবলি

  • পোস্ট হয়েছে : ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • 51

আন্তর্জাতিক ডেস্ক: সন্তান পাওয়ার আশায় তান্ত্রিকের পরামর্শে নরবলি দিয়েছেন এক ব্যক্তি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

রোববার (২৬ মার্চ) কলকাতার তিলজলার প্রতিবেশীর বাসা থেকে সাত বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিতে উঠে আসে লোমহর্ষক এ ঘটনার বিবরণ। এ ঘটনার জেরে শহরজুড়ে ছড়িয়েছে বিক্ষোভ।

সাত বছরের শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল কলকাতার তিলজলা এলাকা। সড়ক, রেল, থানা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশি বাধায় দফায় দফায় সংঘাতে জড়ায় ক্ষুব্ধ জনতা।

ঘটনার সূত্রপাত রোববার। বাসার বাইরে বেরিয়ে নিখোঁজ হয় সাত বছরের এক কন্যাশিশু। পুলিশের তৎপরতায় প্রতিবেশীর বাসা থেকেই উদ্ধার হয় মেয়েটির বস্তাবন্দি লাশ। গলা কেটে শিশুটিকে হত্যা করে অলোক কুমার নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মিলেছে ধর্ষণের আলামতও।

পুলিশি জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য দেন অভিযুক্ত অলোক। জানান বারবার গর্ভপাত হচ্ছিল স্ত্রীর। তা রুখতেই যান তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের পরামর্শ মতোই শিশুটিকে বলি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সন্তান পাওয়ার আশায় তান্ত্রিকের পরামর্শে নরবলি

পোস্ট হয়েছে : ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: সন্তান পাওয়ার আশায় তান্ত্রিকের পরামর্শে নরবলি দিয়েছেন এক ব্যক্তি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

রোববার (২৬ মার্চ) কলকাতার তিলজলার প্রতিবেশীর বাসা থেকে সাত বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিতে উঠে আসে লোমহর্ষক এ ঘটনার বিবরণ। এ ঘটনার জেরে শহরজুড়ে ছড়িয়েছে বিক্ষোভ।

সাত বছরের শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল কলকাতার তিলজলা এলাকা। সড়ক, রেল, থানা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশি বাধায় দফায় দফায় সংঘাতে জড়ায় ক্ষুব্ধ জনতা।

ঘটনার সূত্রপাত রোববার। বাসার বাইরে বেরিয়ে নিখোঁজ হয় সাত বছরের এক কন্যাশিশু। পুলিশের তৎপরতায় প্রতিবেশীর বাসা থেকেই উদ্ধার হয় মেয়েটির বস্তাবন্দি লাশ। গলা কেটে শিশুটিকে হত্যা করে অলোক কুমার নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মিলেছে ধর্ষণের আলামতও।

পুলিশি জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য দেন অভিযুক্ত অলোক। জানান বারবার গর্ভপাত হচ্ছিল স্ত্রীর। তা রুখতেই যান তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের পরামর্শ মতোই শিশুটিকে বলি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: