বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। নিজের কাছে থাকা শেয়ারের ৪.৫৮ শতাংশ শেয়ার তিনি বিক্রি করবেন।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের উদ্যোক্তা পরিচালক হোসনে আঁরা বেগমের কাছে বর্তমানে হাক্কানি পাল্পের ১০ লাখ ৯১ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫০ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: