ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুটপাতে থাকা নির্মাণসামগ্রী স্পট নিলামে বিক্রি করল ডিএনসিসি

  • পোস্ট হয়েছে : ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় কয়েকটি দোকানের মালামাল স্পট নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের ডিএনসিসি নেতৃত্বে দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

জানা গেছে, ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না। স্পট নিলামে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ট্যাক্স-ভ্যাট সহ ৫৬ হাজার টাকায় কিনে নেন।

এ প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না। ফুটপাত দখল করে ব্যবসা করলেই তাকে আইনের আওতায় আসতেই হবে।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফুটপাতে থাকা নির্মাণসামগ্রী স্পট নিলামে বিক্রি করল ডিএনসিসি

পোস্ট হয়েছে : ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় কয়েকটি দোকানের মালামাল স্পট নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের ডিএনসিসি নেতৃত্বে দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

জানা গেছে, ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না। স্পট নিলামে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ট্যাক্স-ভ্যাট সহ ৫৬ হাজার টাকায় কিনে নেন।

এ প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না। ফুটপাত দখল করে ব্যবসা করলেই তাকে আইনের আওতায় আসতেই হবে।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: