ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নূর-ই-আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর গভীর শোক

  • পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 29

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী গতকাল বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভোগছিলেন। তাঁর মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অত্যন্ত সু-পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব নূর-ই-আলম সিদ্দিকী বৃহওর যশোরের ঝিনাইদহ জেলায় ১৯৪৪ সালের ২৬ মে জন্ম গ্রহণ করেন। নূর-ই-আলম সিদ্দিকী ষাট দশকের এক তুখোর ছাত্র নেতা হিসাবে পরিচিত ব্যক্তিত্ব। নূর-ই-আলম সিদ্দিকী ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারী ডিএসইর সদস্য পদ লাভ করেন। সদস্যপদ লাভের তিন বছর পর ১৯৭৯ সালে তিনি ডিএসইর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নূর-ই-আলম সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর ওই বছর চারটি কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সিকিউরিটিজের পরিমাণ দাঁড়ায় ১৮তে। পরবর্তী সময়ে তিনি ১৯৮১ সালে ফের ডিএসইর চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। নূর-ই-আলম সিদ্দিকী দুই মেয়াদে সকলের সাথে আলাপ আলোচনা করে পুঁজিবাজার উন্নয়নকল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ যোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং দ্বিতীয় নামাজের জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নূর-ই-আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর গভীর শোক

পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী গতকাল বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভোগছিলেন। তাঁর মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অত্যন্ত সু-পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব নূর-ই-আলম সিদ্দিকী বৃহওর যশোরের ঝিনাইদহ জেলায় ১৯৪৪ সালের ২৬ মে জন্ম গ্রহণ করেন। নূর-ই-আলম সিদ্দিকী ষাট দশকের এক তুখোর ছাত্র নেতা হিসাবে পরিচিত ব্যক্তিত্ব। নূর-ই-আলম সিদ্দিকী ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারী ডিএসইর সদস্য পদ লাভ করেন। সদস্যপদ লাভের তিন বছর পর ১৯৭৯ সালে তিনি ডিএসইর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নূর-ই-আলম সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর ওই বছর চারটি কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সিকিউরিটিজের পরিমাণ দাঁড়ায় ১৮তে। পরবর্তী সময়ে তিনি ১৯৮১ সালে ফের ডিএসইর চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। নূর-ই-আলম সিদ্দিকী দুই মেয়াদে সকলের সাথে আলাপ আলোচনা করে পুঁজিবাজার উন্নয়নকল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ যোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং দ্বিতীয় নামাজের জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: