ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • পোস্ট হয়েছে : ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • 83

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে জমিজমার জেরে বাবা-মাকে হত্যার দায়ে ছেলে আতিকুর রহমান রাহেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আতিকুর রহমান রাহেল বসতবাড়ির পাশের তিন শতক জমি নিজের নামে লিখে দেয়ার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৭ মার্চ সকালে বাড়ির পাশের জমিতে কোদাল দিয়ে বাবা-মাকে হত্যা করে। এ ঘটনায় হত্যাকারীর বড় ভাই মো. দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন জানান, ১৬ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান রহমান চৌধুরী এক রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই মামলার বিরুদ্ধে আপিল করবে বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

পোস্ট হয়েছে : ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে জমিজমার জেরে বাবা-মাকে হত্যার দায়ে ছেলে আতিকুর রহমান রাহেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আতিকুর রহমান রাহেল বসতবাড়ির পাশের তিন শতক জমি নিজের নামে লিখে দেয়ার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৭ মার্চ সকালে বাড়ির পাশের জমিতে কোদাল দিয়ে বাবা-মাকে হত্যা করে। এ ঘটনায় হত্যাকারীর বড় ভাই মো. দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন জানান, ১৬ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান রহমান চৌধুরী এক রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই মামলার বিরুদ্ধে আপিল করবে বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: