আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে গভীর কূপের মধ্যে পড়ে গেছেন ২৫ পূণ্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে রাম নবমী উপলক্ষে মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাম নবমীর পুজা উপলক্ষে বহু পূণ্যার্থী ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে এসেছিলেন।
সেই ভিড়ের কারণেই মেঝের কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপের মধ্যে পড়ে যান ২৫ পূণ্যার্থী। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে পুলিশ ও উদ্ধারকারী দল।
খবরে আরও বলা হয়েছে, প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে বহু পুরানো ও গভীর একটা কূপ রয়েছে। যদিও বর্তমানে সেটা ব্যবহৃত হয় না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কূপের মুখ বন্ধ থাকে।
এদিন রামনবমী উপলক্ষে মন্দিরে ভিড় করা অনেকেই ওই কূপের কথা জানতেন না। ফলে ওই কূপের স্ল্যাবের উপরও চড়ে বসেন অনেকেই। অধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে। এতে কূপের মধ্যে পড়ে যান ওই ২৫ পূণ্যার্থী।
পুলিশ ও স্থানীয় প্রশাসন কূপে দড়ি ফেলে পূণ্যার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এএইচএ