1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টকের মূলধন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টকের মূলধন

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
print sharing button

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৭৮ দশমিক ৭৬ শতাংশ। এই সময় স্টকের বাজার মূলধন পরিমাণ কমেছে ৫৭৪ কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক কমেছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ২৩৩ কোটি ৫৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ কোটি ৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৭৪ কোটি ৫৩ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ১১২ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ১৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫২ লাখ টাকা বা ৭৮ দশমিক ৭৬ শতাংশ। তালিকাভুক্ত ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতন তুলনায় উত্থান ১ দশমিক শূন্য ৭ গুন বেশি হয়েছে।

পাঁচ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৪৭ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ২৮৮ দশমিক ৩৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৭৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৬ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৪৭ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৩৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৪১ দশমিক ৮১ পয়েন্টে, ১০ হাজার ৯৬২ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ১৪৮ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স সূচক দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৯৮ দশমিক ৪৬ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৮০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরি ১০ শতাংশ এবং এন ক্যাটাগরি ১০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার। একাই ৩৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া এনভয় টেক্সটাইলস ২২ কোটি ৬১ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্স (বি ক্যাটাগরি) ১১ কোটি ৮৪ লাখ টাকা, বেক্সিমকো ৭ কোটি ৪ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ৬ কোটি ৫৭ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৮৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক (এন ক্যাটাগরি) ১ কোটি ৮০ লাখ টাকা, ইউনিক হোটেল ১ কোটি ৪৯ লাখ টাকা, বসুন্ধরা পেপার ১ কোটি ৩৯ লাখ টাকা এবং এডিএন টেলিকম ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ