ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোড শোর সুফল আসতে শুরু করেছে

  • পোস্ট হয়েছে : ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদেশী বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন দেশে গিয়ে রোড শো করেছি। আমাদের সেই রোড শো করার সুফল এখন আসতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শুক্রবার রাজধানীর পল্টনে ফারস হোটেলে আয়োজিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার পার্টিতে তিনি একথা বলেন। সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী।

পুঁজিবাজার তার কাক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে মন্তব্য করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদেশী বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন দেশে গিয়ে রোড শো করেছি। আমাদের সেই রোড শো করার সুফল এখন আসতে শুরু করেছে। বিদেশী বিনিয়োগকারীরা নানাভাবে বিভিন্ন বিষয়ে আমাদের শেয়ারবাজারের খোঁজখবর নিচ্ছেন। আমাদের কাজ থেকে তথ্য নিচ্ছেন। কেউ কেউ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে জানিয়ে তিনি বলেন, এভাবে এগুতে থাকলে অবশ্যই আমরা উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু বলেন, আমাদের বাজারে বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। তাই আমরা আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত করার চেষ্টা করবো। অনেক বড় বড় বিনিয়োগকারী যারা এখনো বাজারকে পর্যবেক্ষণ করছেন, তাদের কাছে আমরা যাব। তাদেরকে আমরা পুঁজিবাজারে নিয়ে আসার চেষ্টা করবো। তাদের পুঁজিবাজারে আসতে সব ধরনের সহযোগিতা করবো।

সকল সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা পুঁজিবাজার ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, সাবেক কমিশনার আরিফ খান, ডিএসইর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, শাকিল রিজভী, শরীফ আনোয়ার, বিএসইসির বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিসিবিএলের ব্যাবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একে এম সাইফুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যস্থাপনা পরিচালক গোলাম ফারুক প্রমুখ।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোড শোর সুফল আসতে শুরু করেছে

পোস্ট হয়েছে : ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদেশী বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন দেশে গিয়ে রোড শো করেছি। আমাদের সেই রোড শো করার সুফল এখন আসতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শুক্রবার রাজধানীর পল্টনে ফারস হোটেলে আয়োজিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার পার্টিতে তিনি একথা বলেন। সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী।

পুঁজিবাজার তার কাক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে মন্তব্য করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদেশী বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন দেশে গিয়ে রোড শো করেছি। আমাদের সেই রোড শো করার সুফল এখন আসতে শুরু করেছে। বিদেশী বিনিয়োগকারীরা নানাভাবে বিভিন্ন বিষয়ে আমাদের শেয়ারবাজারের খোঁজখবর নিচ্ছেন। আমাদের কাজ থেকে তথ্য নিচ্ছেন। কেউ কেউ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে জানিয়ে তিনি বলেন, এভাবে এগুতে থাকলে অবশ্যই আমরা উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু বলেন, আমাদের বাজারে বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। তাই আমরা আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত করার চেষ্টা করবো। অনেক বড় বড় বিনিয়োগকারী যারা এখনো বাজারকে পর্যবেক্ষণ করছেন, তাদের কাছে আমরা যাব। তাদেরকে আমরা পুঁজিবাজারে নিয়ে আসার চেষ্টা করবো। তাদের পুঁজিবাজারে আসতে সব ধরনের সহযোগিতা করবো।

সকল সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা পুঁজিবাজার ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, সাবেক কমিশনার আরিফ খান, ডিএসইর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, শাকিল রিজভী, শরীফ আনোয়ার, বিএসইসির বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিসিবিএলের ব্যাবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একে এম সাইফুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যস্থাপনা পরিচালক গোলাম ফারুক প্রমুখ।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: